পররাষ্ট্রে যোগ দিলেন ড. মোমেন

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 00:30:39

 

নতুন পররাষ্ট্রমন্ত্রী  ড. এ কে আবদুল মোমেন মঙ্গলবার ( ৮ জানুয়ারি) সোয়া দুটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মো. শহিদুল হক সব মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

সিলেটের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম নেয়া ড. এ কে আবদুল মোমেনের পরিচয়ের ব্যাপ্তি সীমান্ত ছড়িয়েছে বহু আগে। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে বি.এ. এবং ১৯৭১ সালে উন্নয়ন অর্থনীতিতে এম.এ. ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ এবং যুক্তরাষ্ট্রের নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয় (ম্যাসাচুসেটসের বোস্টন) থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। আইনশাস্ত্রের ওপরও তার পড়াশোনা রয়েছে। বিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সহোদর ড. মোমেন ২০০৯-২০১৫ পর্যন্ত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। তার আমলেই বাংলাদেশ জাতিসংঘে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী পাঠানোর মর্যাদা পায়। সেই সময়েই বাংলাদেশ শান্তিরক্ষায় নারীদের অংশগ্রহণ এবং নেভাল ফোর্স পাঠানো শুরু করে। বাংলাদেশ ও মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তিতে জাতিসংঘের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রাষ্ট্রদূত ড. মোমেন। তিনি জাতিসংঘের সাউথ-সাউথ কো-অপারেশনের উচ্চপর্যায়ের কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করেছেন। ইউনিসেফ নির্বাহী বোর্ডের সভাপতিও ছিলেন।

৬৭তম জাতিসংঘের সাধারণ পরিষদে উপ-সভাপতি এবং সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। জাতিসংঘে যোগ দেয়ার আগে ড. মোমেন জাতিসংঘের পিস বিল্ডিং কমিশনের চেয়ার ছিলেন। তিনি ফ্রেমিংহাম স্টেট ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি বিভাগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতিসংঘে যাওয়ার আগে ড. মোমেন (১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত) সৌদি আরবের অর্থ ও জাতীয় অর্থনীতি মন্ত্রণালয়ের অধীনে যুক্তরাষ্ট্রের প্রকল্পে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার, দ্য সালেম স্টেট কলেজ, মেরিম্যাক কলেজ, ক্যামব্রিজ কলেজ, কেনেডি স্কুল অব গভর্নমেন্ট, হার্ভার্ড ইউনিভার্সিটি, ম্যানচেস্টার ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং নর্থইস্টার্ন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার ছিলেন।

১৯৭৮ সালে হার্ভার্ড ইউনিভার্সিটিতে ফোর্ড ফাউন্ডেশন এবং মেশন ফেলো হিসেবে উচ্চশিক্ষা নেয়ার আগে তিনি ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংকের উপদেষ্টা হিসেবে কাজ করেন।

এ ছাড়া সময়ে সময়ে তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োজিত ছিলেন। ড. মোমেন একজন লেখক ও কলামলিস্ট। তিনি ৪টি বই এবং ২৫০টির ওপর গবেষণাপত্র লিখেছেন। মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিবনগর সরকারের সঙ্গেও কাজ করেছেন।

এ সম্পর্কিত আরও খবর