অভিনব কায়দায় ইয়াবা বহন, ২ ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 22:10:17

রাজধানীর ধানমন্ডিতে অভিনব কায়দায় মাদকদ্রব্য ইয়াবা বহনকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে বার্তা২৪কে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সিনিয়র এএসপি সাইফুল মালিক।

তিনি জানান, ‘গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীর নাম আরিফ (২০) ও সাইফুল ইসলাম (২২)। তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‍্যাব-২ সূত্রে জানা যায়, কক্সবাজার হতে একটি সিলভার রঙের মাইক্রোবাসযোগে বিপুল পরিমাণ মাদক ঢাকায় পৌঁছে। পরে ধানমন্ডি হয়ে গাবতলীর উদ্দেশে যাওয়ার সময়, ধানমন্ডির সোবহানবাগ খাজা মার্কেটের নিচে চেকপোস্ট থেকে গাড়িটিকে সংকেত দেয় র‍্যাব। এ সময় মাদক ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে র‍্যাব। শেষে তাদের মাইক্রোবাসের ভেতরে মাদক আছে বিষয়টি স্বীকার করেন তারা।

সূত্র আরও জানায়, তল্লাশি করে দেখা যায়, মাইক্রোবাসের ভেতরে সিটের নিচে হালকা নীল রঙের শপিং ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছে ২৫ হাজার পিস ইয়াবা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাইক্রোবাসযোগে সীমান্ত জেলা কক্সবাজার হতে মাদক ক্রয় করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। তাদের ব্যবহৃত মাইক্রোবাস ও মোবাইল সেটগুলো মাদকদ্রব্য ব্যবসার কাজে ব্যবহৃত হয়।

এ সম্পর্কিত আরও খবর