ভিশন বাস্তবায়নে অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দেওয়া হবে

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট  | 2023-09-01 03:42:27

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দেওয়া হবে।

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী কে আবদুল মোমেন মঙ্গলবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করতে এবং ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ করাসহ প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষা অনুযায়ী বিভিন্ন ভিশন বাস্তবায়ন এবং এর কাজ ত্বরান্বিত করতে অর্থনৈতিক কূটনীতির ওপর বেশি জোর দেওয়াই হবে আমার মূল লক্ষ্য।’

নতুন পররাষ্ট্রমন্ত্রী ২০৪০ সাল নাগাদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং পরবর্তী একশ বছরে ডেল্টা প্ল্যান বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশার কথা তুলে ধরেন।

রোহিঙ্গা ইস্যুতে আবদুল মোমেন বলেন, ‘এটা একটা বড় সংকট। এই সংকট নিরসনের উপায় খুঁজে বের করতে যা করণীয় তাই করা হবে।

 তিনি বলেন, ‘আমাদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি হওয়ায় আমাদের দায়িত্বও অনেক বেড়ে গেছে।

আঞ্চলিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি আগামী দিনে অর্থনৈতিক কূটনীতি বাড়ানোর ওপর গুরুত্ব দেবে সরকার।

এ সম্পর্কিত আরও খবর