ভূমিতে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স: ভূমিমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 22:38:07

ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

মঙ্গলবার (০৮ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সংশিল্ষ্ট কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। টিম ওয়ার্কের মাধ্যমে কাজে চমক সৃষ্টি করে ভূমি মন্ত্রণালয়কে অন্যান্য মন্ত্রণালয়ের কাজের মানের দিক থেকে টপ-টেনে পৌঁছাতে হবে।’

আগামী দুই বছরের কর্মপরিকল্পনা নেওয়ার কথা জানিযে মন্ত্রী বলেন, ‘মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোকে অটোমেশনের আওতায় আনা এবং প্রত্যেক অফিসে সিসি ক্যামেরা বসানো হবে। গুড গভর্ননেন্স, করপোরেট নিশ্চিত করা হবে। সকলে সঠিকভাবে যার যার অর্পিত দায়িত্ব সম্পন্ন করলে আর কোনো চ্যালেঞ্জের অবশিষ্ট থাকে না।’

তিনি আরও বলেন, ‘ভূমির মাঠ পর্যায়ে সর্বোচ্চ দক্ষতা, জবাবদিহিতা থাকতে হবে। সঠিক সময়ে সঠিক কাজ সম্পন্ন করতে হবে। সবার মধ্যে ইন্টারেকশন থাকা উচিত। যে কোনো কাজ ও যে কোনো সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। সকল কাজ নিয়ম, নীতিমালা ও পদ্ধতি অনুসরণ করে করতে হবে। সকলকে দায়িত্ব নিয়ে কাজের মধ্যে চমক দেখাতে হবে।’

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘আমি বারবার বলছি, জনগণের সেবাকে গুরুত্ব দিতে হবে। এখনো মাঠ পর্যায়ে হয়রানি হচ্ছে। যারা দুর্নীতি করছেন তারা সতর্ক হয়ে যান। দুর্নীতি ছেড়ে দেশের উন্নয়নে ভালভাবে কাজ করুন। ব্যর্থতার দায়ভার নিয়ে ভূমি মন্ত্রণালয় ত্যাগ না করার অঙ্গীকার করেন মন্ত্রী।’

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে এ সময় মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর