জনগণ সৈয়দ আশরাফের মত মন্ত্রী চায়: সাঈদ খোকন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 12:07:27

নতুন যারা মন্ত্রিসভার সদস্য হয়েছেন তাদের মাঝে দেশের জনগণ এখনো সৈয়দ আশরাফের মত একজনকে খুঁজেন বলে উল্লেখ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর নগর ভবনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে আয়োজিত এক নাগরিক শোকসভায় এসব কথা বলেন বিশিষ্টজনেরা।

সাঈদ খোকন বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলামের মত একজন ক্ষণজন্মা মানুষ খুব সহজে দেখা যায় না। তিনি এমন একজন মানুষ ছিলেন যার প্রতি সবার আস্থা ছিল অনেকের চাইতে অনেক বেশি, তার মত ত্যাগী, আদর্শিক নেতা ছিল বলেই বাংলাদেশ আওয়ামীলীগ দু:সময়ে পথ খুঁজে পেয়েছিল।’

সৈয়দ আশরাফের স্মৃতিচারণ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আমরা আদর্শের কথা বলি, কিন্তু অনুধাবন করি না।কিন্তু সৈয়দ আশরাফ এমন একজন মানুষ ছিলেন, যিনি আদর্শের কথা বলেছেন এবং অনুধাবন করেছেন।’

তিনি বলেন, ‘সৈয়দ আশরাফ সঠিক সময়ে সঠিক কথা বলেছেন। বলা হয় সঠিক সময়ে সঠিক কথা বললে বিপ্লব হয়ে যায়, তিনি সেই বিপ্লব করেছিলেন।’

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের উদ্যোগে মেয়র মোহাম্মদ হানিফ অডিটোরিয়ামে আয়োজিত শোকসভায় আরও উপস্থিত ছিলেনসম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস, একুশে টিভির প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহ-সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে খ্যাত সৈয়দ আশরাফুল ইসলাম গত ৩ জানুয়ারি থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।

এ সম্পর্কিত আরও খবর