‘কঠোর নজরদারিতে রাখবো’- নতুন মন্ত্রীদের প্রধানমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-23 17:20:35

আওয়ামী লীগের নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নতুনদের মন্ত্রী বানিয়েছি ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার জন্য। তাদেরকে সব কাজ বুঝে এরপর করতে হবে এবং পুরোনোদের সফলতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে আমি কঠোর নজরদারিতে রাখবো। ’

মঙ্গলবার (৮ জানুয়ারি) গণভবনে নব নির্বাচিত মন্ত্রিসভা ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় পুরোনো সরকারের মন্ত্রীদের কাজের কথাও স্মরণ করেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, নুতনদের মন্ত্রী বানিয়েছি এরমানে এই নয় যে পুরোনোরা ব্যর্থ ছিল। পুরোনোরা সফল ছিল বলেই দেশ আজ অনেক দূর এগিয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভা মঙ্গলবার থেকে তাদের মন্ত্রণালয় ও দপ্তরে কার্যক্রম শুরু করেছে। প্রথমদিনই নতুন মন্ত্রীরা নানা ধরনের মন্তব্য করে গণমাধ্যমের নজর কেড়েছেন।

এ সম্পর্কিত আরও খবর