রংপুরে পুকুর থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2024-02-12 16:15:18

রংপুর সদর উপজেলার রামনাথপুরে একটি পুকুর থেকে মর্জিনা (২৬) নামের এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের কয়েক ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। মর্জিনা বেগম সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ভেলাপাড়া গ্রামের দুলাল হোসেনের স্ত্রী বলে জানা গেছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ব্র্যাকের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন, রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ। তিনি বলেন, তাকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয়রা জানান, সোমবার সকালে এলাকার লোকজন পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি বজলুর রশিদ বলেন, হত্যা বা আত্মহত্যা যেটাই হোক না কেন, এই মৃত্যুর কারণ সঠিকভাবে উদঘাটন করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ সম্পর্কিত আরও খবর