শেখ হাসিনাকে আরও পাঁচ সরকার প্রধানের শুভেচ্ছা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 19:55:58

চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় শেখ হাসিনাকে বিশ্বনেতাদের অভিনন্দন অব্যাহত রয়েছে।

বুধবার (৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার (৯ জানুয়ারি) পৃথক পৃথক বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহ, নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন জুয়ান ফুক।

এ ছাড়া মঙ্গলবার শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন সার্ক মহাসচিব আমজাদ হোসেন সিয়াল, বিমসটেক মহাসচিব এম শহীদুল ইসলাম এবং পার্লামেন্টারি ইউনিয়ন অফ দি ওআইসি মেম্বার স্টেটস (PUIC)- এর মহাসচিব মোহাম্মদ খোরাইসি নিয়াস, চীনের প্রধানমন্ত্রী লী কেকিয়াং এবং নেপালের প্রধানমন্ত্রী খার্গো প্রসাদ শর্মা ওলি।

উল্লেখ্য, ৭ জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এর আগে টানা দু’বার এবং ১৯৯৬ সালে আরও একবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ নিয়ে চতুর্থবারের মতো তিনি প্রধানমন্ত্রী হলেন। ওই দিন ২৪ জন মন্ত্রী , ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী পৃথকভাবে শপথগ্রহণ করেন। বঙ্গভবনের দরবার হলে অনাড়ম্বর অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শপথ বাক্য পাঠ করান।

এ সম্পর্কিত আরও খবর