দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকব: এলজিআরডি মন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-26 14:44:49

দুর্নীতির ক্ষেত্রে দেশনেত্রী শেখ হাসিনা যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন সেটা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েও (এলজিআরডি) অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, 'আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়। তাই কোন প্রকার দুর্নীতির ক্ষেত্রে শূন্য সহনশীলতা বজায় থাকবে।'

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এলজিইডি ভবন পরিদর্শন, দাফতরিক ও উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা ও মত বিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।

সাংবাদিকদের সাথে আলাপকালে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, 'নবগঠিত মন্ত্রিপরিষদ আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, আমি তার অধীনস্থ থেকে দায়িত্ব পালন করে যাব।'

তিনি আরও বলেন, 'গত ১০ বছরে দেশের অভূতপূর্ব উন্নতি হয়েছে। আমরা সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছি। আর সামনের দিনগুলোতে আমাদের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।'

প্রত্যেকটি গ্রাম কে শহরের সুযোগ সুবিধার আওতায় আনা হবে বলে জানিয়ে মন্ত্রী বলেন, 'আমাদের যে সম্পদ আছে তা দিয়েই আমাদের উন্নয়ন করতে হবে। যেহেতু আমাদের উন্নয়নের কাজের সাথে ওয়াসা, সওজ সহ অন্যান্য উন্নয়ন সংস্থা জড়িত, সেক্ষেত্রে সবার সাথে সমন্বয় করে আমরা আমাদের প্ল্যান বাস্তবায়ন করব।'

সংবাদ সম্মেলন শেষে মন্ত্রী উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য তার পাশে থাকার জন্য সবাইকে আহ্বান জানান।

এ সম্পর্কিত আরও খবর