পুলিশের সঙ্গে সংঘর্ষ: জামিন পেলেন যুবলীগ সম্পাদক নোমান

জেলা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লক্ষ্মীপুর, বার্তা২৪.কম | 2023-08-05 08:43:17

লক্ষ্মীপুর সদর হাসপাতালের ভেতরে পুলিশের সঙ্গে যুবলীগের সংঘর্ষের ঘটনায় ৭৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনছুর আহমদ এ জামিন আবেদন মঞ্জুর করেন।

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আদালতের পিপি মো. জসিম উদ্দিন জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২ জানুয়ারি সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান ফজলুরের সঙ্গে স্থানীয় দেলোয়ার হোসেনের মারামারি হয়। পরে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। দলীয় কিছু নেতাকর্মীকে নিয়ে আওয়ামী লীগ নেতাকে ওই হাসপাতালে দেখতে যান জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু। এক পর্যায়ে পুলিশের সঙ্গে যুবলীগের নেতাকর্মীর সংঘর্ষ হয়।

এ ঘটনায় পুলিশ সদর (পশ্চিম) উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল হক মাহবুব, সদর (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক রূপম হাওলাদারসহ ১০ নেতাকে আটক করে। পরে পুলিশ বাদী হয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নোমানসহ ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে।

এ সম্পর্কিত আরও খবর