শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মেডিকেলে অধ্যয়নরত শিক্ষার্থীদের যেমন ভাল চিকিৎসক হওয়া প্রয়োজন, পাশাপাশি একজন ভাল মানুষ হওয়াও প্রয়োজন। ভাল মানুষ হতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, তার জন্য একটি বড় সামাজবদ্ধ পরিসর রয়েছে। সেই পরিসরটাই হচ্ছে বাবা-মা।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে চাঁদপুর মেডিকেল কলেজ এর প্রথম ব্যাচের প্রথম ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, একজন চিকিৎসক হিসেবে আমি বলবো যারা নতুন শিক্ষার্থী তাদেরকে খুবই আন্তরিক হয়ে রোগীকে চিকিৎসা দিতে হবে। আর তা না হলে যত ভালো চিকিৎসকই হউক না কেন একটি ঘাটতি থেকেই যাবে।
মেডিকেল কলেজের অধ্যক্ষ জালাল সালাহ উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, ও শিক্ষার্থীদের পক্ষে নামিয়া নওরিন।
এ সময় শিক্ষামন্ত্রী নিজে নবীন শিক্ষার্থীদের হাতে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।