ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধাদের স্মৃতি নিয়ে নির্মিত ‘আত্মকথন’

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ঠাকুরগাঁও | 2024-02-28 14:42:03

ঠাকুরগাঁও জেলার বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন ঘটনা ও স্মৃতি নিয়ে নির্মিত ‘আত্মকথন’ শীর্ষক ভিডিও চিত্রের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এই ভিডিও চিত্র সংকলনের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।

জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার লিজা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক সোলোমান আলীসহ জেলা উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধাগণ ।

জেলা প্রশাসকের উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ধরে রাখতেই এই কার্যক্রম শুরু করা হয়। জেলার ৭৮৫ জন বীর মুক্তিযোদ্ধার ৬১৫টি খণ্ড নির্মিত হয়েছে। খণ্ড চিত্রের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, প্রশিক্ষণ গ্রহণ, রণকৌশল ও গেরিলা যুদ্ধসহ যুদ্ধকালীন বিভিন্ন ঘটনা, অভিযান, স্মৃতি স্বতস্ফুর্তভাবে ফুটিয়ে তোলা হয়।

 

এ সম্পর্কিত আরও খবর