রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন।
আনোয়ারুল ইসলাম বলেন, আমরা ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডস্থ কাচ্চি ভাই রেস্টুরেন্ট-এ আগুনের সংবাদ পাই। পরে ৯টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করছে।
এ ঘটনায় আগুনের সূত্রপাত ও হতাহতের কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি বলেও জানান তিনি।