রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। ইতোমধ্যে ২৬ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এখনো ভবনটির ছাদে অর্ধশতাধিক মানুষ আটকে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে কাচ্চি ভাই রেস্তোরাঁর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন।
তিনি বলেন, আমরা ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডস্থ কাচ্চি ভাই রেস্টুরেন্ট-এ আগুনের সংবাদ পাই। পরে ৯টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে।
এ ঘটনায় আগুনের সূত্রপাত ও হতাহতের কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি বলেও জানান তিনি।
অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে থেকে তদারকি করছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে তিনি ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করছে পুলিশ।