বোনকে সঙ্গে নিয়ে সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে খেতে আসেন মতিঝিলের এজিবি কলোনির বাসিন্দা দোলা।
তবে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কাচ্চি ভাই রেস্টুরেন্টে। এরপর থেকে নিখোঁজ দোলা ও তার বোন মাহি (১৯) নিখোঁজ। দোলার খোঁজে কাচ্চি ভাই ভবনের সামনে আহাজারি করছেন তার স্বামী তারেক। প্রিয় স্ত্রীকে ফিরে পেতে কান্না ভেঙে পড়েন তারেক।
কান্না জড়িত কণ্ঠে দোলার স্বামী তারেক বলেন, আমার স্ত্রী সন্ধ্যায় হাসি মুখে আসলো খেতে। সঙ্গে শালিও এসেছে। কে জানত এমন হবে ৷ আগে জানলে কখনো আসতে দিতাম না। আল্লাহ আমার স্ত্রী আর শালিকে হেফাজত করো। আল্লাহ তাদের বাঁচাও।
এদিকে দুই মেয়ে নিখোঁজ থাকায় বার বার জ্ঞান হারাচ্ছেন দোলা ও মাহির মা মুক্তা বেগম। দুই সন্তানকে ফিরে পেতে আকুতি জানাচ্ছেন ফায়ার সার্ভিসের কাছে।
মুক্তা বেগম বার্তা২৪.কমকে বলেন, আমার মেয়ে দুইটাকে বাঁচান আর কিছু চাই না। আমার সব নেন তবুও আমার মেয়েদের বাঁচান।
উল্লেখ, রাত ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধশতাধিকের বেশি মানুষকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। এখনো নিখোঁজ আছে অনেকে।