এবার মারধরের অভিযোগে বিক্ষোভ পোশাক শ্রমিকদের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 21:42:48

গত এক সপ্তাহ ধরে নতুন বেতন কাঠামোর দাবিতে বিক্ষোভ করে আসছে পোশাক শ্রমিকেরা। তবে শনিবার (১২ জানুয়ারি) ২ পোশাক শ্রমিককে মারধরের অভিযোগে রাস্তায় বিক্ষোভ করছে তারা।

সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর টেকনিক্যাল মোড়ে এশিয়া সিনেমা হলের সামনে সড়কে তারা অবস্থান নেয়।

জানা যায়, বেতন কাঠামো নিয়ে করা আন্দোলনের জের ধরে একটি পোশাক কারখানার দুই শ্রমিককে মারধর করেছে মালিক কর্তৃপক্ষ।

তার প্রতিবাদে আবারও নতুন করে রাস্তায় নেমেছে পোশাক শ্রমিকেরা।

সংশ্লিষ্ট  মিরপুর মডেল থানার ওসি দাদন ফকির বার্তা২৪কে জানান,  দ্য ফাইনারি লিমিটেডের গার্মেন্টসের মিল্টন নামে এক শ্রমিকসহ আরেক শ্রমিককে মারধর করা হয়েছে। সে প্রতিবাদে মাঠে নেমেছে শ্রমিকেরা।

তিনি জানান, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বাধা দেবে না। তবে তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে তুলে নেওয়ার চেষ্টা চলছে।

এদিকে পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে। মিরপুর, গাবতলী এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে।

অন্যদিকে খোঁজ নিয়ে জানা যায়, এরই মধ্যে শেওড়াপাড়া, মিরপুর-১৪ থেকেও শ্রমিকরা বিক্ষোভ করতে শুরু করেছে ।

এ সম্পর্কিত আরও খবর