লালমনিরহাটে মর্টার শেল উদ্ধার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, লালমনিরহাট | 2024-03-06 18:41:55

লালমনিরহাটের হাতীবান্ধায় পরিত্যক্ত মর্টার শেল পাওয়া গেছে।

বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের বড়খাতা বালিকা বিদ্যালয়ের পাশে মুন্সিপাড়া এলাকায় মাটি খুড়তে গিয়ে এ মর্টার শেলটি দেখতে পায় স্থানীয় লোকজন।

স্থানীয়রা জানান, ঈদগাহ মাঠের জন্য মাটি কাটতে গিয়ে ওই মর্টার শেল দেখতে পায় শ্রমিকরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ সেটি উদ্ধার করেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ টিমকে খবর দেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর