সশস্ত্র বাহিনী বিভাগে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,ঢাকা | 2023-08-25 01:12:15

 

টানা তৃতীয়বারসহ চতুর্থবার সরকারপ্রধান হিসেবে শপথগ্রহণের পর রোববার (১৩ জানুয়ারি) সশস্ত্র বাহিনী বিভাগে নিজ কার্যালয়ে প্রথম অফিস করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা সেনানিবাসে অবস্থিত নিজ কার্যালয়ে পৌঁছলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমান।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এসময় উপস্থিত ছিলেন।

পরে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার প্রধানমন্ত্রীর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী এরপর সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে দপ্তরের সর্বস্তরের কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্যদের সাথে মত বিনিময় করেন ও চা চক্রে অংশ নেন।

এরআগে সকালে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকষ দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয়। শেখ হাসিনা শিখা অনির্বাণে রক্ষিত পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন।

এ সম্পর্কিত আরও খবর