লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে তামিম রহমান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১০ মার্চ) সকালে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চরিতাবাড়ি মিরেরচক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু তামিম চরিতাবাড়ি মিরেরচক এলাকার মশিয়ার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে চরিতাবাড়ি মিরেরচক গ্রামের নিজ বাড়ির পিছনে খেলা করছিলো শিশু তামিম। তার পাশেই কাজ করছিলেন চাচা মহশিন আলী। চাচা মহসিন আলী শিশু তামিমকে দেখতে না পেয়ে দ্রুত বাড়িতে খোঁজ করেন। শিশু তামিমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। দীর্ঘক্ষণ পর পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা শিশু তামিম খেলা করতে করতে পুকুরে পড়ে যায়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বার্তা২৪.কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।