কুমিল্লার চৌদ্দগ্রামে স্মার্টফোনের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে এমসিকিউ’র উত্তরপত্র লিখে সরবরাহ করার সময় দুইজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১০ মার্চ) এসএসসি পরিক্ষা চলাকালে উপজেলার মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।
আটককৃতরা হলো- একই বিদ্যালয়ের অফিস সহকারী শহিদ উল্লাহ ও স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির সিকিউরিটি গার্ড আমিনুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার হলে বিজ্ঞান বিষয়ের এমসিকিউ উত্তরপত্র স্মার্টফোনের মাধ্যমে পরীক্ষার্থীদের সরবরাহ করার চেষ্টাকালে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদেরকে আটক করে আমাকে খবর দেয়। আমি ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাই এবং আটককৃতদের থানায় সোপর্দ করি।