মাগুরায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ আওয়াল হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ।
বুধবার (১৩ মার্চ) গ্রেফতারকৃত আওয়ালকে আদালতে উপস্থাপন করলে বিজ্ঞ বিচারিক ম্যাজিস্ট্রেট তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।
এর আগে মঙ্গলবার (১২ মার্চ) রাত ৯টার দিকে মীরপাড়া বালুমাঠ থেকে আটক করা হয়। আটককৃত আওয়াল হোসেন গোবিন্দপুর ঘোড়ানাছ গ্রামের মৃত জমির লস্করের ছেলে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেহেদি রাসেল জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মীরপাড়া বালুমাঠ এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ আওয়াল হোসেনকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা ৬টি পলিথিনের ব্যাগে মোড়ানো ৩ কেজি গাঁজা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, মাদক কারবারি আওয়াল দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে জানা গেছে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।