আহমদ শফীর বক্তব্য প্রত্যাহারের দাবি

ঢাকা, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 04:18:58

হেফাজতে ইসলামির আমীর শাহ আহমদ শফীর নারী বিদ্বেষী বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে নারী মৈত্রী। 

রোববার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে এ দাবি জানান নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম।

বিবৃতিতে বলা হয়, ‘আহমদ শফীর বক্তব্য এক দিকে চরম উদাত্ত মূলক এবং সংবিধান ও রাষ্ট্রবিরোধীতার সামিল। অনতিবিলম্বে আহমদ শফীকে এই বক্তব্যের জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে বক্তব্য প্রত্যাহার করতে হবে।’ 

বিবৃতিতে আরও বলা হয়, ‘সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক পৃষ্ঠপোষকতায় বহুদিন ধরে আহমদ শফী ধর্মের দোহাই দিয়ে নারীর অধিকার বিরোধী তৎপরতা অব্যাহত রেখেছেন।’

‘অথচ সরকার তার দলীয় রাজনীতির স্বার্থে আহমদ শফীসহ হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে এ পর্যন্ত কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি বরং তাদের চাপে পাঠ্য পুস্তকের সূচি পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। আহমদ শফীর বক্তব্য নারীর স্বীকৃত অধিকার ও মর্যাদার পরিপন্থী, নারী সমাজের জন্য চরম অবমানাকর ও ইসলাম ধর্মেরও পরিপন্থী।

বিবৃতিতে নেতৃবৃন্দ আহমদ শফীর নারী অধিকার ও নারী মর্যাদার পরিপন্থী বক্তব্য ও তৎপরতার বিরুদ্ধে নারী সমাজসহ দেশবাসীকে প্রতিরোধ জোরদার করারও আহবান জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর