রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় আহত ট্রাক চালক মো. শাহীন শেখ (৩২) কে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, সকালে পাটুরিয়া থেকে ছেড়ে আসা এনায়েতপুরি ফেরি থেকে প্রাণ কোম্পানির একটি ট্রাক উপরে উঠতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। পরে চালক সাঁতরে উপরে উঠলে চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ট্রাকটি ভেসে প্রায় ১ কিলোমিটার দূরে চলে গেছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যাবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, সকাল দশটার দিকে ৭ নম্বর ফেরি ঘাট থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে গেছে। আহত চালককে উদ্ধার করে হাসপিটালে পাঠানো হয়েছে। উদ্ধারকারী জাহাজ 'হামজা' কে জানানো হয়েছে।