গাইবান্ধার সুন্দরগঞ্জে ধানক্ষেত থেকে আব্দুল আউয়াল (২৩) নামের এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট শ্মশান সংলগ্ন চৌকিদারের ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে সুন্দরগঞ্জ থানা পুলিশ।
বিষয়টি মোবাইল ফোনে বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, নিহত আব্দুল আউয়াল গতকাল বুধবার সন্ধ্যায় ইফতার শেষে বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হয়। রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন তাকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও পায়নি।
পরে বৃহস্পতিবার সকালে শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট শ্মশান সংলগ্ন চৌকিদারের ঘাট এলাকার একটি ধান ক্ষেতে আব্দুল আউয়ালের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তাদের খবরে ঘটনাস্থল থেকে আব্দুল আউয়ালের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
এসময় তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্তসহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ ককরছে পুলিশ।