‘আশ্বস্ত করছি, তাৎক্ষণিক ব্যবস্থা নেব’

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 15:38:25

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শম রেজাউল করিম বলেছেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ দেন, আমি আশ্বস্ত করছি তাৎক্ষণিক ব্যবস্থা নেব। সুনির্দিষ্ট তথ্যের পর যদি ব্যবস্থা না হয়, আমি তার দায় নেব। আমার কাজ চলছে চলবে এমন হবে না। আমাকে একটু সময় দেন রেডিক্যাল চেঞ্জ দেখতে পাবেন।’

সোমবার (১৪ জানুয়ারি) আন্তঃমন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গণপূর্ত মন্ত্রী বলেন, ‘গদবাঁধাভাবে চলছে চলবে এমন কাজ করতে চাই না। আমি নিজে যেহেতু স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাই। তাই অন্যদের ক্ষেত্রেও কোনো ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘আজকে বৈঠকে ভূমিকম্পের ঝুঁকি হ্রাস নিয়ে আলোচনা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পুরান ঢাকায় কিছু ভবন ঝুঁকিপুর্ণ রয়েছে, সেগুলো চিহ্নিতের কাজ চলছে, কিছু চিহ্নিত হয়ে গেছে। কাজ শেষ হলে নোটিশ করা হবে ভেঙ্গে ফেলার জন্য। তাদেরকে বাধ্য করা হবে, কোনো রকম বাধা সহ্য করা হবে না।’

অপর এক প্রশ্নের জবাবে শম রেজাউল করিম বলেন, ‘হ্যাঁ, এর আগের অনেক ভবন ভাঙার জন্য নোটিশ দেওয়া হয়। নোটিশগুলো সুনির্দিষ্ট না হওয়ায় তারা মামলা ঠুকে আটকে দিয়েছে। ৮ হাজারের মতো মামলা রয়েছে। লিগ্যাল ম্যাটারসগুলো সলভ করতে হবে। আবার আইনের ঠুনকো অজুহাতে যাতে আটকে না থাকে সে জন্য আরও বেশি লিগ্যাল এক্সপার্টকে ব্যবহার করা হবে।’

তিনি আরও বলেন, ‘পূর্বের চেয়ে বেশি তৎপরতার মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কিভাবে নকশা ইলেক্ট্রনিক করে অনাকাঙ্খিত জটিলতা ও দুর্নীতি রোধ করা যায়। সমন্বিতভাবে কাজ করার জন্য বলা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি দে র‌্যোগে মানুষ ভেসে যাচ্ছে। আমরা আর এমন দেখতে চাই না। এ জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর