বই মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে: প্রধান বিচারপতি

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট | 2023-08-24 08:37:14

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বই মানুষের সুপ্ত প্রতিভা বিকশিত করে। বই হতে লব্ধ জ্ঞান উন্মোচন ঘটায় নবদিগন্তের, মানুষকে সচেতন করে  দায়-দায়িত্ব সম্পর্কে এবং বদলে দিতে পারে মানুষের জীবনের দৃষ্টিভঙ্গিকে।

সোমবার (১৪ জানুয়ারি) সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে সমিতি ভবন প্রাঙ্গনে আয়োজিত সপ্তাহব্যাপী বই মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি আরো বলেন, মানব সভ্যতার অগ্রগতি নির্ভর করে শিক্ষা তথা জ্ঞান-বিজ্ঞানের উপর। আর বই-ই জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম এবং জ্ঞানের প্রকৃত ধারক ও বাহক। বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ায়।

আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভার সঞ্চালনা করেন সমিতির সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন। 

এ সম্পর্কিত আরও খবর