চট্টগ্রামে একুশে মেলা উদযাপন পরিষদ গঠিত

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-06-24 14:31:39

চট্টগ্রামে একুশে মেলা ২৭ বছরের পদার্পণের গৌরবময় মাইলফলক স্পর্শ করেছে। এবারও চট্টগ্রাম ডিসি হিল প্রাঙ্গণে বইমেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে চট্টগ্রামে ২০১ সদস্যের একুশে মেলা উদযাপন পরিষদ গঠিত হয়েছে।

সোমবার (১৪ জানুয়ারি) সকালে নগরীর পল্টন রোডস্থ সাবেক মন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর বাসভবনে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুত সভায় কমিটি গঠন করা হয়।

কমিটিতে প্রধান পৃষ্ঠপোষক চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. অনুপম সেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীকে চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটকে মহাসচিব করা হয়েছে।

উপদেষ্টা হিসেবে আছেন, কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত, শহীদ জায়া লেখক বেগম মুশতারী শফি, প্রফেসর ড. আনোয়ারুল আজিম আরিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রকৌশলী রফিকুল আলম, চট্টগ্রাম সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. প্রকৌশলী আলী আশরাফ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী, সমাজবিজ্ঞানী ড. গাজী সালেহ উদ্দিন, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাশদ সৈয়দ উমর ফারুক, অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুযা, বিউবো চট্টগ্রামের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন, প্রফেসর ড. জাকির হোসেন, সাংস্কৃতিক সংগঠক অরুণ চন্দ্র বনিক।

উল্লেখ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩টায় ১০দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ২৭তম অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মেলা পরিষদের প্রধান পৃষ্ঠপোষক আ.জ.ম নাছির উদ্দীন। মেলা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিদিন বিকাল ৩টা থেকে ডিসি হিলে নজরুল মঞ্চে উদ্দীপনামূলক একুশের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বায়ান্নের ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ঘটনা নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর