রেলক্রসিং গেটম্যান নেই, বাড়ছে দুর্ঘটনা

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম | 2023-08-31 05:40:14

তিনটি আন্তনগর ট্রেনসহ ২১টি ট্রেন প্রতিদিনই চলাচল করে রংপুরের কাউনিয়া উপজেলা রেল জংশন হয়ে। মানুষজন নিরাপদ ভ্রমণের জন্য ট্রেনে যাতায়াত করলেও এই জংশনের আটটি রেলক্রসিং এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।

সম্প্রতি কামরুজ্জামান রাজা নামের এক ব্যক্তি ট্রেনের ধাক্কায় নিহত হবার পরে অরক্ষিত রেলক্রসিং গ্রেটম্যান নিয়োগের দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

স্থানীয়রা জানান, কাউনিয়া উপজেলার আটটি রেলক্রসিং দিয়ে দিন-রাত মানুষ চলাচল করলেও নেই রেল কর্তৃপক্ষের কোনো পাহারাদার বা গেটম্যান। তাই হরহামেশাই ঘটছে দুর্ঘটনা আর প্রাণহানি।

একইভাবে রেল দুর্ঘটনা ঘটছে উপজেলার খোপাতীর তপসী ডাঙ্গা, পাঞ্জর ভাঙ্গা, বুদ্ধির বাজার বাঁধের রাস্তা, সাধু স্কুলের পাড়, গদাই স্কুলের পাড়, মৌল রেলক্রসিং, বল্লভ বিষু রেলক্রসিংয়ে। এসব রেলক্রসিং এখন মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।

এ বিষয়ে কাউনিয়া উপজেলা পরিষদের মাসিক সভা ও আইনশৃঙ্খলা সভায় একাধিকবার আলোচনা ও সিদ্ধান্ত হলেও কাজের কাজ কিছুই হয়নি।

এ ব্যাপারে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম নাজিয়া সুলতানা জানান, সভার সিদ্ধান্তের কার্যকরী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর