মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৫ মার্চ) প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস উইং জানিয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন।
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টেলিভিশন এবং রেডিও স্টেশনগুলো তার এই ভাষণ একযোগে সম্প্রচার করবে।
আজ ২৫ মার্চ। বাঙালি জাতির সবচেয়ে শোকের রাত। আজ যে মুক্তির আনন্দে আজ নিশ্চিন্ত ঘুরে বেড়াই আমরা, এর জন্য বলিদান হয়েছিল ত্রিশ লক্ষাধিক প্রাণের। ভয়াবহ ৯ মাসের যুদ্ধ হয়েছিল তার সূত্রপাত হয় ২৫ মার্চ কালরাতে। হাজার হাজার নিরস্ত্র মানুষদের নির্বিচারে হত্যা করা হয়েছিল এই রাতে। সেই শোকার্ত ঘটনাকে স্মরণ করেই একে ‘কালরাত’ বলা হয়। আমরা এই ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করি।