এমজিএইচ গ্রুপের এমডির বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-03-25 16:49:22

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এমজিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনিস আহমেদ গোর্কির বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে সংস্থাটি।

শিগগিরই মামলার তদন্ত কর্মকর্তা সৈংদ নজরুল ইসলাম আদালতে অভিযোগপত্র জমা দেবেন বলে জানিয়েছে সংস্থার জনসংযোগ বিভাগ।

সংস্থাটি জানিয়েছে, ১৩৬ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে ২০২২ সালে মামলা করে দুদক। দেড় বছর পর মামলার তদন্ত শেষ হয়।

তদন্তে দেখা গেছে, তার বিরুদ্ধে আনা ১৩৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মধ্যে ১১৮ কোটি টাকা অর্জনের তথ্য প্রমাণ পাওয়া গেছে। কিন্তু প্রায় ১৮ কোটি টাকার কোনো হিসাব পায়নি সংস্থাটি। তাই ওই পরিমাণ অর্থ অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়েছে অভিযোগপত্রে।

এমজিএইচ গ্রুপের সিইও আনিস আহমেদ ইস্টার্ন ব্যাংক লিমিটেডেরও একজন পরিচালক। জাহাজে পণ্য পরিবহন, খুচরা বিপণন, এয়ারলাইন্স রিজার্ভেশন, রিয়েল এস্টেট, পোশাক, চা ও রাবার প্লান্টেশন, অটোমোবাইল, ব্যাংকসহ বিভিন্ন খাতে ছড়িয়ে আছে এমজিএইচ গ্রুপের ব্যবসা। রেডিও ফূর্তি এবং রাইড শেয়ারিং সেবা ‘ওভাই’ এ গ্রুপেরই সহযোগী প্রতিষ্ঠান।

এ সম্পর্কিত আরও খবর