মাগুরায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহাজাদ জোয়ার্দার (৪০) নামে হোমিও চিকিৎসক নিহত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের লক্ষীকান্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাদ জোয়ার্দার ঝিনাইদহ জেলার পাইক পাড়া গ্রামের মৃত মজিদ জোয়ার্দারের ছেলে।
মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের ওসি গৌতম চন্দ্র মন্ডল জানান, মোটরসাইকেলযোগে স্ত্রী আরাবী খাতুন ও সাথে থাকা প্রতিবেশী এক নারীকে নিয়ে মাগুরার ওয়াপদা এলাকায় যাচ্ছিলেন শাহজাদ। পথিমধ্যে লক্ষ্মীকান্দর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে যশোরমুখী একটি কাভার্ডভ্যানের সাথে তাদের মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় শাহজাদ ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অপর দু’জন। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পণ্যবাহী কাভার্ডভ্যানটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে।