মাংসের দাম বেশি রাখায় তিন ব্যবসায়ীর জরিমানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2024-03-31 16:24:43

লালমনিরহাটের আদিতমারীতে মাংসের দাম নিয়ন্ত্রণে রাখতে সাপ্টিবাড়ী বাজারে গরুর মাংসের দোকানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (৩১ মার্চ) দুপুর জেলার আদিতমারি উপজেলার সাপটিবাড়ি বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মাসুম উদ দৌলা। এ-সময় সহ জেলা পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

অভিযান সূত্র জানায়, মাংসের দাম বেশি রাখা ও মূল্য তালিকায় দাম প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আফিয়ার মাংস বিতানকে ২০০০ টাকা ও মজমুল গোস্ত ভান্ডারকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

আদিতমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার বার্তা ২৪ কমকে বলেন,আদিতমারীর বিভিন্ন স্থানে ভোক্তা পর্যায়ে ৭০০-৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে এমন খবরে কয়েকটি পয়েন্টে অভিযান চালানো হয়েছে। পরে অভিযানের খবর শুনে গরুর মাংস ৬০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। অভিযানে ভোক্তা পর্যায়ে মাংসের দাম যৌক্তিক রাখা, সুলভ মুল্যে মাংস বিক্রি করা, দামে কারসাজি না করা এবং মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন করার নির্দেশনা দেয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর