যশোরের শার্শা সীমান্ত থেকে ৩৮ কেজি গাজাসহ আয়না মতি (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রোববার (৩১ মার্চ) রাত ৯টার দিকে শার্শার গোড়পাড়া ফাঁড়ির পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক পাচারকারী যশোরের শার্শা উপজেলার হরিনাপোতা পূর্বপাড়ার আব্দুল আলীমের স্ত্রী।
শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সালাউদ্দিন খান জানান, তাদের কাছে গোঁপন খবর আসে যশোরের শার্শা সীমান্ত পথে ভারত থেকে মাদকের একটি চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে হরিনাপোতা পূর্ব পাড়ার একটি বাড়ির টয়লেটের সেফটি ট্যাংকির নিচে থেকে প্লাস্টিকের দুইটি ড্রাম ভর্তি ৩৮ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় মাদক ব্যবসার অভিযোগে আয়না মতি নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।