কুষ্টিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2024-04-01 20:27:02

কুষ্টিয়ার খোকসায় খেলতে গিয়ে পুকুরে ডুবে জান্নাতী খাতুন ও মুসলিমা খাতুন নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আরেক ঘটনায় কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার হরিনারায়নপুর ইউনিয়নের শিবপুর গ্রামে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে রিয়াসাদ (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১ এপ্রিল) সকালে খেলাধুলা করতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায় জান্নাতী ও মুসলিমা খাতুন। দীর্ঘসময় শিশু দুইটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর তাদের মরদেহ ওই পুকুরে ভেসে ওঠলে স্থানীয়রা উদ্ধার করেন।

নিহত দুই শিশু হলো- কোমরভোগ গ্রামের শয়ন হোসেনের আড়াই বছর বয়সী মেয়ে জান্নাতী খাতুন ও রতন হোসেনের সাড়ে তিন বছরের মেয়ে মুসলিমা খাতুন। তারা সম্পর্কে চাচাতো বোন।

খোকসা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ বলেন, বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হবে।

এদিকে, ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান জানান, দুপুর ১টার সময় রিয়াসাদ বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে। পুকুরে নামার কিছু সময় পর রিয়াসাদকে না পেয়ে তার বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে ডুবন্ত অবস্থায় পানির নিচ থেকে রিয়াসাদকে উদ্ধার করে হরিনারায়ণপুর বাজারের একটি স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রিয়াসাদ সদর উপজেলার ইবি থানার হরিনারায়নপুর ইউনিয়নের শিবপুর গ্রামের ইন্তাজ মেম্বারের ছেলে এবং শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ছিল।

এ সম্পর্কিত আরও খবর