বিনা টিকেটে রেল ভ্রমণ, জরিমানা করায় টিটিই'সহ ২ জনকে মারধর

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪, ময়মনসিংহ | 2024-04-02 04:55:13

ময়মনসিংহে বিনা টিকেটে রেল ভ্রমণের অপরাধে এক যাত্রীকে জরিমানা করায় ভ্রাম‍্যমান টিকেট পরীক্ষক (টিটিই) মো: রনি (৩৮) সহ দুইজনকে বেধরক মারধর করেছে অজ্ঞাত যুবকরা।

সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে জেলার গফরগাঁও স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে এই হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আহত অন‍‍্য রেল কর্মচারির নাম মো: আরজু। সে ট্রেন এটেনডেন্ট পদে কর্মরত বলে জানা গেছে।

ময়মনসিংহ রেলওয়ে টিকেট পরীক্ষক বিজয় মিত্র শুভ এই হামলা ও মারধরের তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করায় এক যাত্রীকে এক শত ত্রিশ টাকা জরিমানা করেন টিটিই মো: রনি। এ ঘটনার জের ধরে ওই যাত্রী মোবাইলে অজ্ঞাত লোকজন ডেকে এনে গফরগাঁও স্টেশনে টিটিই মো: রনির ওপর হামলা চালিয়ে বেধরক মারধর করে। এ সময় ট্রেন এটেনডেন্ট আরজু টিটিইকে উদ্ধার করতে এগিয়ে গেলে তাকেও মারধর করে অজ্ঞাত দুর্বৃত্তরা।

এ ঘটনায় আহত রেল কর্মচারিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের নিয়ম অনুযায়ি আমরা রাজস্ব আদায় করতে গিয়ে যদি এভাবে হামলা ও মারধরের শিকার হই। তাহলে রেলওয়ে কর্মকর্তা কর্মচারিদের নিরাপত্তা কোথায়? অবিলম্বে সিসি ক‍্যামেরার ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

এ বিষয়ে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) ময়মনসিংহ থানার উপপরিদর্শক (এসআই) মোছা: তানজিনা বলেন, ঘটনাটি শুনেছি। তবে ওসি স‍্যার নামাজে আছে, তিনি বিস্তারিত পরে জানাবেন।

এ সম্পর্কিত আরও খবর