জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে জুলিয়া আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের টেংরামারি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু একই এলাকার নুর আলমের মেয়ে।
বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাখপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে তিন বন্ধুদের সঙ্গে খেলা করছিলো শিশু জুলিয়া আক্তার। খেলার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয় ওই শিশু। খবর পেয়ে ওই শিশুর পরিবারের লোকজন পানিতে খোঁজতে থাকে। পরে দুপুর আড়ারটার দিকে শিশুরটির মরদেহ পানিতে ভেসে উঠে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, বিষয়টি আমি আপনার মাধ্যমেই জানতে পারলাম। খোঁজ খবর নিচ্ছি।