তৃতীয় ধাপের উপজেলা ভোট ২৯ মে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-04-17 15:53:48

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট আগামী ২৯ মে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের ৩১তম সভা শেষে গণমাধ্যমকে তিনি এই কথা বলেন।

ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ইতোমধ্যে উপজেলা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা হয়েছে। আজকে কমিশন সভায় তৃতীয় ধাপের তফসিল ঘোষণার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় ২ মে। মনোনয়নপত্র বাছাই ৫ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ মে। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে। ভোটগ্রহণ ২৯ মে।

তিনি আরও বলেন, তৃতীয় ধাপে ভোটগ্রহণ হবে ১১২ উপজেলায়। তার মধ্যে ২১ উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। বাকিগুলো ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে।

এর আগে, উপজেলা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করে ইসি। আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে আর দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলার ভোট গ্রহণ করা হবে ২১ মে।

এবারের উপজেলা নির্বাচনে বাধ্যতামূলকভাবে অনলাইনে মনোনয়ন পত্র জমা দেওয়ার বিধান রেখে নতুন বিধিমালা করেছে ইসি। সেই অনুযায়ী প্রথম ধাপের মনোমন জমা দেওয়ার শেষ তারিখ আজ।

এ সম্পর্কিত আরও খবর