সুপ্তধারা ঝর্ণায় সাঁতার কাটতে নেমে তরুণের মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-04-17 20:43:16

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝর্ণার পানিতে সাঁতার কাটতে নেমে তাহমিদ মুনতাসির চৌধুরী নামে ১৮ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর দুইটার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট সুপ্তধারা ঝর্ণায় এ ঘটনা ঘটে।

তাহমিদ রাউজান উপজেলার গহিরা এলাকার মৃত এরশাদ হোসেন চৌধুরীর ছেলে। তবে তিনি নগরীর খুলশীর কুসুমবাগ আবাসিক এলাকায় বসবাস করতেন। তাহমিদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আহমেদ হোসেন।

তিনি বলেন, আমরা দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্হলে পৌঁছে তিনটার দিকে মরদেহ উদ্ধার করেছি। তার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে আমরা মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

মো. আহমেদ হোসেন বলেন, তারা তিন বন্ধু চট্টগ্রাম শহর থেকে ঝর্ণায় ঘুরতে এসেছেন। তাহমিদের অন্য দুইবন্ধু সাঁতার না জানায় তারা ঝর্ণায় নামেনি। বন্ধুকে নিজের মোবাইল দিয়ে তাহমিদ সাঁতারের ভিডিও করতে বলে। এরপর সে ডুবে যায়। অনেক্ষণ পরও উঠে না আসায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, এই ঘটনায় কোন পক্ষের অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ বিনা ময়না তদন্তে হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর