‘চট্টগ্রামে তথ্যপ্রযুক্তি নির্ভর কর্মসংস্থান হবে’

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-28 05:43:38

চট্টগ্রামে হাইটেক পার্ক নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে তথ্যপ্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।

তিনি বলেছেন, ‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ দেশব্যাপী হাইটেক পার্ক নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। এ পরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রামে পার্ক নির্মাণ করা হবে। পার্ক নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে তথ্যপ্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিশ্ব অঙ্গনে আইসিটি খাতে আয়ও বাড়ার সম্ভাবনা সৃষ্টি হবে।’

শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে চট্টগ্রাম চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় হাইটেক পার্ক নির্মাণের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

সার্কিট হাউস থেকে মন্ত্রীকে নিয়ে বিসিক শিল্প এলাকার এফআইডিসি রোড সংলগ্ন চট্টগ্রাম সিটি করপোরেশনের নিজস্ব সম্পত্তি পরিদর্শনে যান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সরেজমিনে পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।

এ সময় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘হাইটেক পার্কের জন্য প্রস্তাবিত জায়গা নিয়ে ইতোপূর্বে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চান্দগাঁও এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের নিজস্ব এই সম্পত্তি পার্ক কর্তৃপক্ষকে দেয়া হচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর