সিরাজগঞ্জে অনিয়মের অভিযোগে নাজমা ক্লিনিক সিলগালা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, সিরাজগঞ্জ | 2024-04-22 20:40:18

সিরাজগঞ্জের তাড়াশে নাজমা ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্লিনিকটির লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে উপজেলা প্রশাসনের মাধ্যমে সিলগালা করা হয়।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় দুদক পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের অভিযানের পর তাড়াশের সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচানা করে ক্লিনিকটি সিলগালা করে দেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মনোয়ার হোসেন বলেন, নানান অনিয়মের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এ সময় তাদের বিভিন্ন অনিয়ম পাই। এছাড়াও এখানে একজন ভুয়া চিকিৎসকও ছিলেন। কিন্তু তিনি খবর পেয়েই পালিয়ে যান। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়াও ওই ভুয়া ডাক্তারের বিরুদ্ধে কমিশনে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আগামীকাল প্রতিবেদন দিবো।

এ সময় দুদকের উপ-সহকারী পরিচালক মো. মোক্তার হোসেন, তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন, তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর