এক দশকেও শেষ হয়নি লামায় পানি শোধনাগার নির্মাণের কাজ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বান্দরবান | 2024-04-24 04:41:09

বান্দরবানের লামা পৌরসভার বাসাবাড়িতে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ৬ কোটি টাকা ব্যায়ে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের উদ্যোগ নেওয়ার ১০ বছরেও কাজ শেষ হয়নি।

বান্দরবানের লামা পৌরসভার বাসিন্দারা এখনো নদী, পাহাড়ের ঝিরি, ঝর্ণা ও টিউবেয়েলের পানির উপর নির্ভরশীল। একারণে এলাকায় বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব রয়ে গেছে। ২০১৩ সালে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মাতামুহুরী নদী থেকে পানি উত্তোলন করে শোধনের মাধ্যমে সরবরাহের কাজ শুরু করলেও প্রকল্পটি শেষ না হওয়ায় জনদূর্ভোগ এখনো রয়েছ।

এতে পাহাড়ি জনগোষ্ঠির পানির চাহিদা মেটাতে প্রকল্প নির্মাণে ৬ কোটি টাকা সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেয়া হলেও নেই কোনো হদিস।

সেসময়ে দায়িত্বপ্রাপ্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেন জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে নির্মাণ খরচ বেড়ে গিয়েছিলো। রিভাইজ করে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছিল। ঠিকাদার প্রতিষ্ঠানকে সথাসময়ে বিল পরিশোধ করার পরও প্রকল্পটির কাজ শেষ করেনি। বর্তমানে আমি চাকুরীতে নেই, ওখানে যিনি দায়িত্ব পালন করছেন, তিনি ভালো বলতে পারবেন।

বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী অনুপম দে জানিয়েছেন, বাস্তবতার আলোকে প্রকল্পটিতে অতিরিক্ত ১ কোটি ৮৭ লক্ষ টাকা ব্যয় বেড়ে গেছে। এই পরিমান অর্থের অভাবে প্রকল্পটির কাজ শেষ করা যাচ্ছেনা। ঠিকাদার পুরো টাকা কিভাবে উত্তোলন করছেন, জানতে চাইলে তিনি তা জানেন না বলে জানান।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৩-১৪ অর্থ বছরে লামা পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন কর্মসূচির আওতায় ৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি শুরু করে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। কাজের পরিধি বেড়ে যাওয়ায় রিভাইজ করে ৭ কোটি ৮৭ লক্ষ টাকায় উন্নীত করা হয়। ১ কোটি ৮৭ লক্ষ টাকা পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না দেয়ায় প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, প্রকল্পটিতে ঘণ্টায় ১০০ ঘনমিটার ক্ষমতা সম্পন্ন পানি শোধনাগার নির্মাণ ও ৪টি প্যাকেজের মাধ্যমে পাইপ লাইন স্থাপন কাজের কার্যাদেশ পান মেসার্স রতন সেন তংঞ্চগ্যা ঠিকাদারী প্রতিষ্ঠান। ইতিমধ্যে প্রকল্পের ৩ কোটি টাকা খরচ হয়েছে।

ঠিকাদার জানায়, পাইপ লাইন স্থাপনে ইতিমধ্য ৮৮ লক্ষ ৬১ হাজার টাকা ব্যয়ে ৪ টি প্যাকেজের কাজ শেষ হয়েছে । বরাদ্দ না থাকায় ৪২ লক্ষ ৪৯ হাজার টাকার কার্যাদেশ দেয়া একটি প্যাকেজের কাজ সম্পন্ন করা যায়নি। এছাড়া পানি শোধনাগার প্রকল্পের মেকানিক্যাল, মেশিনারিজ ও ইলেকট্রিক্যাল কোন কাজই করা হয়নি।

লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম জানান, লামা পাহাড়ি জনপদের জন্য নিরাপদ পানিয় জল অত্যান্ত জরুরি। তাই প্রকল্পটি চালু হলে পানির সমস্যা সমাধান করা সম্ভব।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের লামা উপজেলার উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক বলেন, তৎকালিন দায়িত্বপালন কালে সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে মন গড়া প্রকল্প কাজ করায় ও উর্ধ্বতন মহলের তদারকির অভাবে সমস্যা সৃষ্টি হয়েছে। যদি ঢাকা অফিস একাধিক বার প্রকল্পের অবস্থা জানানোর জন্য বান্দরবান প্রকৌশলীকে চিঠি দিয়েছেন তবে কোন উত্তর জানানো হয়নি। যার ফলে এ প্রকল্পটি অচলাবস্থা সৃষ্টি হয়েছে ।

স্থানীয় বাসিন্দা মো, ইব্রাহিম বলেন, লামা পৌরবাসীর নিরাপদ পানীয়জল সরবরাহের উদ্দেশ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটির কাজ শুরু করায় আমরা সীমাহীন আশান্বিত হয়েছিলাম। প্রকল্পটির কিছু কাজ করার পর পরিত্যক্ত হওয়াল ফলে একদিকে সরকারি টাকার অপচয় অন্যদিকে এলাকাবাসীর মধ্যে চরম হতাশা বিরাজ করছে। নিরাপদ পানীয় জলে দুর্ভোগ থেকে এলাকাবাসীকে রক্ষা করার জোর দাবি জানিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর