জিয়ার জন্মবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে ড্যাব

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 16:03:34

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে দলের অন্যতম সহযোগী সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল ৯টা থেকে এই চিকিৎসাসেবা দেওয়া শুরু হয়েছে। চলবে বিকাল ৩টা পর্যন্ত।

কর্মসূচির আওতায় মেডিসিন, চর্মরোগ, চোখ ও নাক, কান-গলা ও শিশু রোগের প্রাথমিক চিকিৎসা হিসেবে ব্যবস্থাপত্র ও ওষুধ দিচ্ছেন দেশের খ্যাতনামা চিকিৎসকেরা।

ফ্রি মেডিকেল ক্যাম্প আনুষ্ঠানিক উদ্বোধনকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা চাই প্রহসনের নির্বাচন বাতিল করে পুনরায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।’

তিনি বলেন, 'আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে মুক্ত করি। ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করি, দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গণতন্ত্র প্রতিষ্ঠা করি।’

মির্জা ফখরুল আরও বলেন, 'আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক সচলাবস্থা তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সমৃদ্ধ বাংলাদেশ সৃষ্টির পেছনে যার সবচেয়ে বেশি অবদান; তাকে বিভিন্নভাবে খাটো করার চেষ্টা করা হয়। তার অসমাপ্ত কাজ যিনি সম্পন্ন করেছিলেন- তিনি কারাগারে বন্দী। তারা দেশনেত্রীকে আটকে রেখেছে এই ভয়ে যে, দেশনেত্রী বাইরে থাকলে তাদের কোনোটাই সফল হবে না।'

মির্জা ফখরুল তার বক্তব্যে বন্দী নেতাকর্মীদের মুক্তি ও সব মামলা প্রত্যাহারের দাবি করেন।

ড্যাবের সভাপতি একেএম আজিজুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ড্যাবের মহাসচিব এজেডএম জাহিদ, সহ- সভাপতি ফরহাদ হোসেন ডোনার প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর