ট্রাফিক সচেতনতায় পুলিশের বিশেষ ক্যাম্পেইন

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা ২৪.কম | 2023-09-01 04:40:08

পথচারীদের ট্রাফিক আইন মেনে রাস্তা পারপার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

শনিবার (১৯জানুয়ারি) নগরীর নিউমার্কেট ও টাইগারপাস মোড়ে চেকপোস্টে বিশেষ ক্যাম্পেইন চালানো হয়। অভিযানে পথচারীদের নিয়ম মেনে ফুটওভার ব্রিজ, জেব্রাক্রসিং ব্যবহারের অনুরোধ জানান।

একইসাথে চালকদের হেলম্যাডসহ পরিবহনের যাবতীয় কাগজপত্রবহন ও নবায়নের আহ্বান জানান। এসময় কাগজপত্র ঠিক না থাকা কয়েকজনকে জরিমানা করা হয়।

পুলিশের এমন কার্যক্রমে স্বস্তির কথা জানিয়েছেন পথচারীরা। তারা জানান, প্রায় সময় আমরা তড়িঘড়ির মধ্যে দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তার পার হতে চেষ্টা করি। যাতে প্রায় সময় প্রাণহানির ঘটনা ঘটে। এমন চিন্তা-ভাবনা পরিহার করতে পারলে সড়কে শৃঙ্খলা আনা যাবে।

উদ্যোগের বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক (উত্তর) হারুন-উর-রশিদ হাযারী জানান, কেবলমাত্র ট্রাফিক বিভাগের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব না। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহায়তা ও পরামর্শ প্রয়োজন। পথচারীদের মাঝে সচেতনতা তৈরিতে এমন কার্যক্রম নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন প্রয়াস অব্যাহত থাকবে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম)  নাজমুল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক (উত্তর)  ওয়াহিদুল হক চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) সুলতান মোহাম্মদ আলী খানসহ ট্রাফিক বিভাগের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ ক্যাম্পইনে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর