আমিরাতে এক বছরে আহত ৪ হাজার ৩২৬ বাংলাদেশি

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 04:55:16

এক বছরে আরব আমিরাতে ৪ হাজার ৩২৬ জন বাংলাদেশি আহত হয়ে এ্যাম্বুলেন্স সেবা নিয়েছেন। দুবাই কর্পোরেশন ফর এ্যাম্বুলেন্স সার্ভিস (ডিসিএএস) গত ১৬ জানুয়ারি এই তথ্য প্রকাশ করেছে।

ডিসিএএসের তথ্যানুযায়ী সর্বোচ্চ সংখ্যক আহত মানুষের সংখ্যা ভারতীয় নাগরিকদের। বিভিন্ন ধরনের অসুস্থতা এবং আহত হওয়ার ঘটনায় ২৬ হাজার ৩৮৯ জন ভারতীয় এ্যাম্বুলেন্স সেবা নিয়েছেন। এরপরে রয়েছে পাকিস্তানের ১৯ হাজার ২২৫ জন, মিসরের ৮ হাজার ২১৮ জন, ফিলিপাইনের ৬ হাজার ১৪৩ জন, ৪ হাজার ৮১৪ জন বৃটিশ নাগরিক, সৌদি আরবের ১ হাজার ১৮৬ জন, ইরানের ২ হাজার ৯৮৫ জন এবং ২ হাজার ৮০০ জন সিরিয়ান নাগরিক।

এ ছাড়া আমিরাতের ৩২ হাজার ৭৮১ জন নাগরিক এ্যাম্বুলেন্স সেবা নিয়েছেন।

অসুস্থ হয়ে এ্যাম্বুলেন্স সেবা নেওয়া রোগীদের মধ্যে ৯ হাজার ৫৫৪ জন হৃদরোগে আক্রান্ত ছিলেন। গাইনি সমস্যায় ভুগে এ্যাম্বুলেন্স সেবা নিয়েছেন ১ হাজার ৯০৫ জন এবং বিভিন্ন ধরনের অসুস্থ এবং আহত হয়ে আরও ৫৮ হাজার ৩৪২ জন এ্যাম্বুলেন্স সেবা নিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর