জাতিংঘের বিশেষ দূত এসেছেন

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 02:23:13

মিয়ানমারে মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ এসেছেন।

ছয় দিনের এ সফরে তিনি কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা পরিস্থিতি দেখবেন। এ ছাড়া নোয়াখালীর হাতিয়ায় রোহিঙ্গাদের জন্য প্রস্তুত করা ভাসানচর পরিদর্শন এবং রোহিঙ্গা ইস্যুতে ঢাকায় কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর।

ইয়াংহি লি বাংলাদেশ সফরের আগে গত সোমবার থেকে ছয় দিন থাইল্যান্ড সফর করেন। মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির খোঁজ নেওয়াই ছিল তাঁর ওই সফরের লক্ষ্য। থাইল্যান্ড ও বাংলাদেশ সফরে তিনি তাঁর পাওয়া তথ্য ও সুপারিশগুলো আগামী মার্চ মাসে জাতিসংঘ মানবাধিকার কমিশনের ৪০তম অধিবেশনে উপস্থাপন করবেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর জানিয়েছে, মিয়ানমার সরকার ইয়াংহি লিকে দেশটিতে তথ্য সংগ্রহের জন্য প্রবেশের অনুমতি দেয়নি।

 এ সম্পর্কে লি বলেন, আমি এখনো মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা কর চলেছি।

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।

এ সম্পর্কিত আরও খবর