চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট সংস্কার করছে চসিক

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 23:31:55

বদলে যাচ্ছে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি)। নগরের সংস্কৃতিচর্চার অন্যতম প্রাণকেন্দ্র টিআইসিকে নান্দনিক রূপে গড়ে তুলতে ব্ল্যাকবক্স নির্মাণের  পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

এডিপির অর্থায়নে অত্যাধুনিক ব্ল্যাকবক্স নির্মাণের জন্য ডিপিপি করা হচ্ছে বলে জানিয়েছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

এ ব্যাপারে সিটি মেয়র বলেন, ‘থিয়েটার ইনস্টিটিউট ভবনের অডিটোরিয়াম, গ্যালারিসহ অবকাঠামো উন্নয়নে ভারত সরকারের অর্থ সহায়তায় ইতোপূর্বে কাজ সম্পন্ন হয়েছে। ইনস্টিটিউটকে আরো আধুনিক সংস্কৃতি চর্চাকেন্দ্রে পরিণত করার লক্ষ্য নিয়ে নিজস্ব ফান্ডেউন্নয়ন করা হচ্ছে। পাশের ঢালু জায়গাটিতে একটি অত্যাধুনিক ব্ল্যাক বক্স নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে।’

শনিবার (১৯  জানুয়ারি) দুপুরে সিটি মেয়র নাছির থিয়েটার ইনস্টিটিউটে চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে যান। এ সময় কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন সংস্কার সংশ্লিষ্ট ঠিকাদারকে।

একই পরিকল্পনার অংশ হিসেবে ইনস্টিটিউটের সীমানা প্রাচীরের বাইরের অংশে বাংলার ইতিহাস ঐতিহ্য স্মারক টেরাকোটা স্থাপনসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করারপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় দুই কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর