সৌদি থেকে দেশে ফিরছেন আরও ৮০ নির্যাতিত নারী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 03:04:32

ভাগ্যের চাকা ঘোরাতে গিয়ে বার বার কপালে নির্যাতনের দাগই জুটছে তাদের। কেউ পাড়ি জামাচ্ছেন সর্বশেষ সম্বলটুকু বিক্রি করে ,আবার কেউবা যাচ্ছেন মাথায় বড় অংকের ঋণের বোঝা নিয়ে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, কপালে জুটছে শুধু অমানবিক নির্যাতন।

এমনই নির্যাতনের দাগ কপালে নিয়ে সর্বশান্ত হয়ে আরেক দফা ৮০ জন নারী গৃহকর্মী সৌদি আরব থেকে দেশে ফিরছেন।

রোববার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার এরাবিয়া (G9-515) নামক একটি প্লেনে করে কপাল পোড়া এই দুঃখিনীদের পৌঁছানোর কথা রয়েছে।

গৃহকর্মীদের পারিবারিক সূত্রে জানা গেছে, তারা বিভিন্ন সময় কর্মসংস্থানের খোঁজে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু অমানুষিক নির্যাতনের মুখে তাদের এখন দেশে ফিরতে হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজন নির্যাতনের কারণে অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা গেছে।

আরও জানা গেছে, নির্যাতনের শিকার হয়ে তারা দীর্ঘ দিন সৌদি আরবের রিয়াদ ইমিগ্রেশন ক্যাম্পে (সফর জেল) ছিলেন। নিয়োগকর্তা কর্তৃক নির্মম নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন ক্যাম্পে। এখন ওই ক্যাম্প থেকে তারা দেশে ফিরছেন।

এ সম্পর্কিত আরও খবর