বার্তা২৪.কম-এ খবর প্রকাশ, ইভার পাশে দাঁড়ালেন কবি

ময়মনসিংহ, জাতীয়

রাকিবুল ইসলাম রাকিব, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গৌরীপুর (ময়মনসিংহ), বার্তা২৪.কম  | 2023-08-29 19:01:15

মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪.কম-এ খবর প্রকাশের পর ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দরিদ্র স্কুল শিক্ষার্থী ইভা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন আশরাফুল ইসলাম সেলিম ওরফে কবি সেলিম বালা।

গত বছরের ১১ ডিসেম্বর বার্তা২৪.কম-এ ‘ইভার পড়াশোনা কী থেমে যাবে?’ শিরোনামে খবর প্রকাশের পর বিষয়টি কবি সেলিম বালার নজরে আসে। পরে কবি সেলিম বালার পক্ষ থেকে ইভার পড়াশোনার জন্য শিক্ষা উপকরণ ও তার মায়ের জন্য সেলাই মেশিন দেয়া হয়।

রোববার (২০ জানুয়ারি) দুপুরে গৌরীপুর পৌর শহরের স্বজন সমাবেশ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ইভা ও তার মায়ের কাছে এই উপহার তুলে দেয়া হয়।

কবি সেলিম বালা বলেন, ‘স্কুল শিক্ষার্থী ইভাকে নিয়ে বার্তা২৪.কম-এ প্রকাশিত প্রতিবেদনটি আমি পড়ে তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। পাশাপাশি মানবিক প্রতিবেদন প্রকাশের জন্য বার্তা২৪.কম পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন- গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ এমদাদুল হক প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর