ফেল করেও উর্ত্তীণ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে দুদক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪ | 2023-08-30 01:06:49

নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় বেশ কয়েকটি বিষয়ে অকৃতকার্য হওয়া সত্ত্বেও একজন শ্রেণি শিক্ষক তাদের দশম শ্রেণীতে ভর্তি করার অনুমতি দিচ্ছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় স্কুলের নীতি ভঙ্গ করে কোচিং করার অভিযোগেরও সত্যতা পায় সংস্থাটি।

রোববার( ২০ জানুয়ারি) উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে গিয়ে দুদক দেখতে পায় বিদ্যালয়ের শিক্ষকগণ ২০১৭ সালে কোচিং করাবেন না এই মর্মে অঙ্গীকারনামা প্রদান করা সত্ত্বেও নীতিমালা ভঙ্গ করে শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করছেন। দুদক টিমের নির্দেশে তাৎক্ষণিকভাবে এ অনিয়মের সাথে জড়িত ৩০ জন শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।
এদিকে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজে ভিআইপি কোটাকে সামনে রেখে ভর্তি বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখতে গত ১৭ জানুয়ারি দুদকের একটি টিম স্কুলে অভিযান চালায়। পরে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় অধিকতর তদন্তের উদ্যোগ নেয় দুদক।

এ সম্পর্কিত আরও খবর