‘মাদকের মতোই দুর্নীতি দমনে কঠোর ব্যবস্থা’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 21:20:07

পরিকল্পনামন্ত্রী এমএ মানান্ন বলেছেন, ‘বর্তমানে আমাদের প্রধান শত্রু হলো দুর্নীতি। অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী যেভাবে মাদক দমনে সফল হয়েছেন ঠিক সেভাবেই তিনি এবার দুর্নীতি দমনে কঠোর হবেন।’

রোববার (২০ জানুয়ারি) দুপু্রে প্রেসক্লাবে ‘এক দশকের উন্নয়ন: পরিপ্রেক্ষিত গ্রামীণ জনপদ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম সেমিনারটির আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘দুর্নীতি থামাতে হলে ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতি ও জাতীয় চেতনাকে জাগ্রত করতে হবে। কারণ এসব চেতনা দেহে বিশুদ্ধ রক্ত সরবরাহের মতো কাজ করে এবং মানুষের মন পরিষ্কার করতে পারে। আমরা স্বীকার করছি আমাদের বিভিন্ন ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি আছে। অনেক ক্ষেত্রে আমরা পরিকল্পনা মাফিক কাজ করতে পারিনি। তবে নতুন মন্ত্রিপরিষদ থেকে সংসদে বিষয়গুলো উপস্থাপন করা হবে। পুনরাবৃত্তি যাতে না হয় সে জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে সঠিক ও গঠনমূলক কার্য পরিকল্পনা প্রণয়ন করা হবে।,

তিনি আরও বলেন, ‘দেশ উন্নত হচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎ মানষিকতা ও দেশের প্রতি ভালোবাসা এবং তার প্রতি দেশের মানুষের বিশ্বাস। তিনি বঙ্গবন্ধুর মতোই দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন। আমি বঙ্গবন্ধু সঙ্গে কাজ করতে পারিনি। কিন্তু শেখ হাসিনার সঙ্গে কাজ করে সব সময় মনে হয় আমি বঙ্গবন্ধুকে আমার সামনে দেখছি। আমি বয়সে শেখ হাসিনার চেয়ে বড় হলেও তার দক্ষতার কাছে ছোট।’

এমএ মানান্ন বলেন, ‘দেশের পরবর্তী উন্নয়নের পরিকল্পনায় গুরুত্ব পাবে গ্রাম পর্যায়ের শিল্পখাত সৃষ্টি ও উন্নয়ন, বেকার সমস্যা সমাধানের চেষ্টা , দেশের সরকারি স্কুল কলেজ ও প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন। নতুন উদ্যোক্তা সৃষ্টিতে বিনিয়োগ, সুপরিকল্পিত গৃহায়ণ, ননদীরক্ষা, কৃষি উন্নয়ন ও কৃষিজমি নষ্টের হাত থেকে রক্ষা করা এবং প্রতিটি প্রকল্প যথা সময়ে বাস্তবায়ন করা। এছাড়া আরও অনেক বিষয়ে উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগ সরকারের।’

সেমিনারে উপস্থিত অথিতি এবং বক্তারা পরিকল্পনামন্ত্রীকে বিভিন্ন পরামর্শমূলক দিকনির্দেশনার কথা জানান।

এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানম বলেন, ‘বাংলাদেশ একটি ইতিহাস, ঐতিহ্যের এবং গর্ব করার মতো একটি সাংস্কৃতিক দেশ। কিন্তু দেখা যাচ্ছে আমাদের এ ঐতিহ্য ও সংস্কৃতি এখন হুমকির মুখে। আমরা আমাদের নিজেদের পরিচয় ভুলে যাচ্ছি। আমরা ইউরোপ আমেরিকা হবার আগে বাংলাদেশি এবং বাঙালি হতে চাই।’

কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আনসারি বর্তমান শিক্ষা ব্যবস্থার অবনতি উপস্থাপন করেন। তিনি বলেন, ‘রাজনৈতিক বক্তব্য আমরা অনেক পেয়েছি, এখন সময় কাজ করার। তাই প্রতিটি কাজ নির্ধারিত সময়ের মধ্যে করতে হবে।’

বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব অধ্যাপক ড. শামসুল আলম, গাজীপুর উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান, সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিত ঘোষ।

সকলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরিকল্পনামন্ত্রী বলেছেন, ‘সকল সমস্যা এখন আমাদের গর্ভধারণকালীন কষ্টের মতো হয়ে দাঁড়িয়েছে। শিগগিরই এসব সমস্যা আমরা সমাধানের জন্য কঠোর পদক্ষেপ নিচ্ছি।’

এ সম্পর্কিত আরও খবর